দৈনিকবার্তা-ঢাকা, ১৬ এপ্রিল: ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের উদ্যোগে আজ বিকেলে কেন্দ্রের ‘মমতাজুর রহমান তরফদার মিলনায়তনে’ ডিনস্ লেকচার-২০১৫ অনুষ্ঠিত হয়।‘কালচারাল ট্রান্সলেশন এ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অব কালচারস’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম।
কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড.মো. আখতারুজ্জামান।অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ড. খুরশিদ জাহান স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ প্রবর্তন
এদিকে,ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটে (আইএনএফএস) ‘ড. খুরশিদ জাহান স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে।এই তহবিল গঠনের লক্ষ্যে আইএনএফএস এর অধ্যাপক ড .খুরশিদ জাহান ৫ লাখ টাকার একটি চেক আজ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন।
উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আলেয়া মাওলা, অধ্যাপক ড. নাজমা শাহীন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।এই তহবিলের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় আইএনএফএস এর ¯œাতক সম্মান পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী ১জন শিক্ষার্থীকে ‘ড. খুরশিদ জাহান স্বর্ণপদক প্রদান করা হবে।
উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক এই তহবিল গঠনের জন্য দাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা ভাল ফলাফল করতে উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।তিনি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে তাদের শিক্ষা জীবনে বৃত্তি প্রদান ও ট্রাস্ট গঠনের মাধ্যমে সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবান ও সফল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।