3493-sportsamar-sangbad

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ এপ্রিল: প্যারিস সেইন্ট জার্মেইকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো বার্সেলোনা।কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা।

ম্যাচের ১৮তম মিনিটেই তারকা খচিত বার্সার হয়ে গোল করে ম্যাচের নিয়ন্ত্রনে দলকে বসিয়ে দেন নেইমার। দ্বিতীয়ার্ধে এসে চমৎকার ফিনিশিং দিয়ে সেমিফাইনালের পথে দলকে অনেকটাই এগিয়ে দেন সুয়ারেজ। অবশ্য ম্যাচের ইতি ঘটার মাত্র আট মিনিট আগে সান্তনা সুচক একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়েছে পিএসজি। এটি হচ্ছে চলতি মৌসুমে নিজেদের মাঠে পিএসজির প্রথম হার। আর ২০০৬ সালের পর ইউরোপীয় লড়াইয়ে ৩৪তম ম্যাচ পর নিজেদের মাঠে হারের স্বাদ নিল ফরাসী দলটি। এখন শিরোপা স্বপ্ন জিইয়ে রাখতে হলে ক্যাম্পন্যুতেই আগামী মঙ্গলবার বড় পরীক্ষাটি দিতে হবে পিএসজিকে। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে এদিন লড়াইয়ে ফেরার সম্ভাবনা রয়েছে ইব্রাহিমোভিচ ও মার্কো ভেরাট্টির।

৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সুয়ারেজ। ১১ মিনিট পর স্কোরশিটে দ্বিতীয়বার নাম লেখান এ উরুগুইয়ান তারকা। ৮২ মিনিটে সান্তনার গোল পায় পিএসজি।আগামী মঙ্গলবার ফিরতি ম্যাচে ন্যূ ক্যাম্পে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা।এদিকে, হোচট খেয়েছে বায়ার্ন মিউনিখ আরেক কোয়ার্টার ফাইনালে এফসি পোর্তোর কাছে ৩-১ গোলে হেরেছে তারা।