8741536027614129788_o

দৈনিকবার্তা-ফতুল্লা, ১৫ এপ্রিল: সাব্বির রহমানের নান্দনিক সেঞ্চুরি ও শেষদিকে সোহাগ গাজীর বুদ্ধিদীপ্ত ব্যাটিং-এ পাকিস্তানকে প্রস্ততিমূলক ম্যাচে হারিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। ওয়ানডে সিরিজের আগে উত্তেজনাপূর্ণ একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে বিসিবি একাদশ ১ উইকেটে হারিয়েছে সফরকারী পাকিস্থানকে।ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় পাকিস্থান। ইনিংসের শুরুটা ভালো করেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও অধিনায়ক আজহার আলী। ৬৬ রানের জুটি এনে দেন এই দু’জন। ব্যক্তিগত ২৭ রানে আজহার ফিরে গেলে প্রথম উইকেট হারায় সফরকারীরা।আজহারের বিদায়ের পরও রান তোলায় পারদর্শীতা দেখিয়েছেন হাফিজ ও হারিস সোহেল। বিসিবি একাদশের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে এই জুটিও দলকে উপহার দেন ৬৪ রান। পাকিস্থানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ২৩ রান করে সোহেল প্যাভিলিয়নে ফিরে গেলেও, সেঞ্চুরির পথেই হাটছিলেন হাফিজ। কিন্তু৮৫ রানে গিয়ে থেমে যায় হাফিজের ইনিংস।

0b939e86e0e257f6e4e116afe4391234-Romman-Sabeer-after-his-century-6দলীয় ১৪৫ রানে হাফিজের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ফলে বড় সংগ্রহের পথ কঠিন হয়ে যায় তাদের। কিন্তু পাঁচ নম্বরে নামা ফাওয়াদ আলম এক প্রান্তে আগলে দলের স্কোরে দুর্দান্তভাবে রান জড়ো করছিলেন। শেষ পর্যন্ত ৯টি চারের সহায়তায় ৫৮ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলের স্কোর ৯ উইকেটে ২৬৮ রানে নিয়ে যান ফাওয়াদ। বিসিবি’র পক্ষে ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন শুভাগত হোম।জয়ের জন্য ২৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে বিসিবি একাদশ। স্কোর বোর্ডে ৯ রান যোগ হতেই দুই ওপেনারকে হারিয়ে বসে তারা। তামিম ইকবাল রানের খাতা খুলে ৯ রানে থামলেও, রানের খাতাই খুলতে পারেননি আসন্ন ওয়ানডে সিরিজে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পাওয়া রনি তালুকদার।শুরুর বিপদটা তৃতীয় উইকেটে কাটিয়ে উঠার চেষ্টা করেছিলেন লিটন কুমার দাস ও সাব্বির রহমান। কিন্তু বেশি দূর যেতে পারেননি তারা। দলীয় ৪৫ রানে ২৭ বলে ২২ রান করে আউট হন লিটন।

উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি এ ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক মোমিনুল হকও। ১২ রান করেছেন তিনি। ফলে ম্যাচ হারের শংকায় পড়ে বিসিবি। কিন্তু পঞ্চম উইকেটে চোখ জুড়ানো এক জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ অনেকটাই সহজ করে দেন সাব্বির ও ইমরুল কায়েস। পাকিস্তানী বোলারদের উপর চড়াও হয়ে খেলে দলীয় স্কোর দু’শত রানের কোটা অতিক্রম করেন তারা। ৫৬ বলে ৩৬ রান করে ইমরুল ফিরে গেলেও, সেঞ্চুরি তুলে নেন সাব্বির। ব্যাট হাতে মারমুখী সেঞ্চুরির স্বাদ পাওয়া সাব্বির শেষ পর্যন্তু থামেন ১২৩ রানে। তার ৯৯ বলের ইনিংসে ৭টি চার ও ৮টি ছক্কার মার ছিলো।দলীয় ২১৩ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাব্বির যখন ফিরে যান তখন বিসিবি’র জয়ের জন্য প্রয়োজন ছিলো ৪ উইকেট হাতে নিয়ে ৭০ বলে ৫৬ রান। কিন্তু সাব্বিরের বিদায়ের ১৫ রানের ব্যবধানে দুই টেল-এন্ডারকে হারিয়ে ম্যাচ হারের শংকায় পড়ে বিসিবি।

11107744_1517836108234986_7813519068888958164_n

তবে নয় নম্বরে ব্যাটিং-এ নেমে বুদ্ধিদীপ্ত এক ইনিংস খেলেন সোহাগ গাজী। মারমুখী ব্যাট চালিয়ে ২৮ বলে ৩৬ রান করে দলকে জয়ের খুব কাছে এনেও ফেলেন সোহাগ। কিন্তু দলীয় ২৫৯ রানে সোহাগ বিদায় নিলে স্বপ্ন ভেঙ্গে যাবার অবস্থা তৈরি হয় বিসিবি’র। তবে শেষ উইকেট জুটিতে ১১ রান যোগ করে ৭ বল হাতে রেখে বিসিবি’র জয় নিশ্চিত করে বাংলাদেশ জাতীয় দলকে অনুপ্রেরনার যোগানোর রসদ দেন মোহাম্মদ শহীদ ও তাইজুল ইসলাম। শহীদ ১২ ও তাইজুল ৬ রানে অপরাজিত ছিলেন।প্রস্তুতিমূলক ম্যাচে বিসিবি’র এমন জয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফিবাহিনীর আত্মবিশ্বাসটা অনেকখানি বেড়ে যাবে, তা নিশ্চিতভাবে বলাই যায়। সিরিজে পাকিস্তানকে হারানোর সূত্রও হয়তো এ ম্যাচ থেকে পেয়ে যাবে বাংলাদেশ জাতীয় দল। আগামী শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি হবে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান : ২৬৮/৯, ৫০ ওভার (হাফিজ ৮৫, ফাওয়াদ ৬৭*, আজহার ২৭, শুভাগত ৩/৩৯, সোহাগ ১/১৬)। বিসিবি একাদশ: ২৭০/৯, ৪৮.৫ ওভার (সাব্বির ১২৩, ইমরুল ৩৬, সোহাগ ৩৬, জুনায়েদ ৪/৩৮)।ফল : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ১ উইকেটে জয়ী।