QB+01

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ এপ্রিল: সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক দেশের তালিকা থেকে কিউবার নাম বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।আর তার এই সিদ্ধান্তের কথা কংগ্রেসকে জানিয়েছেন তিনি।এ ব্যাপারে মঙ্গলবার কংগ্রেস বরাবর একটি প্রতিবেদন জমা দিয়েছেন ওবামা। এতে তিনি বলেছেন, গেল ছয়মাসে কিউবা সরকার আন্তর্জাতিক কোনো সন্ত্রাসবাদে কোনো ধরনের সমর্থন দেয়নি, ভবিষ্যতেও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কোনো কার্যকলাপে তারা সমর্থন দেবেনা বলে প্রতিশ্র“ত দিয়েছে।৪৫ দিন পর ওবামার সিদ্ধান্ত কার্যকরী হবে। এই সময়ের মধ্যে কংগ্রেস ওবামার সিদ্ধান্তটি পর্যালোচনার সুযোগ পাবে। কেবল কংগ্রেসর নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেট মিলে যৌথ প্রস্তাব আনার মাধ্যমেই ওবামার এ সিদ্ধান্ত বাতিল করতে পারবে। তবে এ ধরনের কোনো কিছু হবে না বলেই ধারণা করা হচ্ছে।

QB-02

ওবামার এ সিদ্ধান্তকে তার ডেমক্রেট দলীয় অনেক সদস্যই প্রশংসা করেছেন। অপরদিকে কয়েকজন বিশ্লেষকের ধারণা, অনেক আগেই এ সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও উভয় দেশে পরস্পরের দূতাবাস খোলার জন্য এ সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল। সন্ত্রাসী দেশের তালিকায় কিউবার নাম এক্ষেত্রে প্রধান বাধা হয়ে ছিল। শনিবার পানামায় পশ্চিম গোলার্ধের দেশগুলো এক শীর্ষ সম্মেলনে বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো বৈঠকে মিলিত হয়েছিলেন। প্রায় ৬০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও কিউবার প্রেসিডেন্টদ্বয়ের মধ্যে এটি ছিল প্রথম বৈঠক।কিউবার কমিউনিস্ট সরকার জানিয়েছিল, যতদিন কিউবার নাম যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী দেশের তালিকায় থাকবে, ততদিন দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা অসম্ভব। ডিসেম্বরে রাউল-ওবামার প্রথমবার টেলিফোন আলাপের পর দুদেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দেন দুনেতা। এর পরপরই কিউবার অবস্থান পর্যালোচনার নির্দেশ দেন প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কিউবানরা।