দৈনিকবার্তা-ঢাকা, ১৫ এপ্রিল: গাজীপুর অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে বাজার ইজারাদারের লোকজনের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এসময় গুলিবর্ষনের ঘটনাও ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার বাজারের ব্যবসায়ীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন, অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ করেছে। পরে ব্যবসায়ীরা স্থানীয় মার্কেটে এক সাংবাদিক সম্মেলন করেছে। সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, সাবেক ছত্রলীগ নেতা এসএম পনির, ব্যবসায়ী নেতা আব্দুল জলিল খন্দকার, আওয়ামীলীগ নেতা হাজী মোঃ শহীদুল হক সরকার, বাবুল হোসেন, হাজী শাহ আলম খান প্রমুখ।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, গাজীপুর মহানগরীর সাইনবোর্ড বাজারটি চলতি বাংলা সনের জন্য গাজীপুর সিটি করপোরেশন থেকে মোহাম্মদ আলীর মালিকানাধীন ‘প্রিয়জন এন্টারপ্রাইজ’ লীজ প্রাপ্ত হন। পরে তার নিকট থেকে বাজারটি সাব ইজারা নেন স্থানীয় আমিন উদ্দিনসহ কয়েকজন। সাইন বোর্ড এলাকায় খন্দকার মার্কেট, আব্দুর রহমান সুপার মার্কেট, কাজী মার্কেট, আবু সাইদ সুপার মার্কেট, জোবেদা মার্কেট, ঝর্না মার্কেট, সিরাজ উদ্দিন মার্কেটে প্রায় তিন শতাধিক দোকান রয়েছে। যার সব গুলোই ব্যক্তি মালিকানাধিন। সম্প্রতি সিটি কর্পোরেশন এসব দোকানের উপর ইজারা ধার্য করে। টোলের চার্ট তৈরী না করেই মঙ্গলবার বিকেলে ইজারাদারের লোকজন ব্যবসায়ীদের কাছে নির্ধারিত টোলের অতিরিক্ত টাকা দাবি করে। এতে ব্যবসায়ীরা অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে ইজারাদার ও ব্যবসায়ীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে ইজারাদারের লোকজন ব্যবসায়ীদের উপর হামলা করে এবং কয়েকটি দোকান ভাংচুর করে। একপর্যায়ে ব্যবসায়িরা তাদের প্রতিহত করতে এগিয়ে গেলে সংঘর্ষ বেধে যায়। এসময় প্রতিপক্ষের লোকজন কয়েক রাউন্ড গুলি বর্ষন করে এবং লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়িদের উপর আক্রমন করে। এতে ব্যবসায়ী শাহিন (২২), আবুল হোসেন (৫৫), ইজ্জত আলী (৪৫), এরশাদ আলী (৫০), আমিন উদ্দিন (৫০), আনোয়ার (২৫), নুরুজ্জামান (৩০), সুভাস (৫০), মোর্শেদ আলী (৪০), সিদ্দিক আলী (৫৫) সহ অন্তত ১৫জন আহত হয়।
আহতদের টঙ্গী সরকারি হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এব্যপারে সাব ইজারাদার আমিন উদ্দিন জানান, আমাদের লোকজন পহেলা বৈশাখের আনন্দমিছিল নিয়ে ওই বাজারের কাছে যাওয়ার পরপরই ব্যবসায়ীরা অতর্কিতে তাদের উপর গুলি বর্ষণ ও হামলা করে। তিনি অতিরিক্ত টোল দাবির কথা অস্বীকার করেন।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল জানান, অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদার ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন।