দৈনিকবার্তা-মায়ামি, ১৪ এপ্রিল: যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন সিনেটর মার্কো রুবিও। তিনি সোমবার মায়ামিতে এক জনসভায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি আমেরিকায় নেতৃত্বের নতুন যুগের সূচনার আহবান জানিয়েছেন। তেতাল্লিশ বছর বয়সী মার্কো রুবিও একজন রক্ষণশীল নেতা এবং তিনি এবার প্রথমবারের মত আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ‘প্রজন্মের পছন্দ’ হিসেবে তুলে ধরেছেন।
তিনি বলেন, ‘শুনেছি আমাকে অনেকে সরে যেতে এবং পরবর্তী মেয়াদের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন । তবে আমি সরে দাঁড়াবো না। কারণ আমার বিশ্বাস আমরা একটি ব্যতিক্রমী জাতি এবং সেই জাতি আজ সংকটের মুখে। আমি প্রেসিডেন্ট হতে পারলে এর পরিবর্তন ঘটাবো।’ তিনি বলেন, আমেরিকানদের নতুন অধ্যায়ের সূচনা ঘটানোর সুযোগ রয়েছে। এর আগে সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন। বাংলাদেশ সময় রোববার রাত দেড়টায় তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে নামার আনুষ্ঠানিক ঘোষণা দেন। ইউটিউবে এক ভিডিওবার্তায় হিলারি বলেন, ‘প্রতিদিন আমেরিকানদের একজন চ্যাম্পিয়ন দরকার। আমি সেই চ্যাম্পিয়ন হতে চাই।’