2015-04-14_3_707960

দৈনিকবার্তা-ওয়াশিংটন, ১৪ এপ্রিল: ইসলামিক স্টেট গ্রুপ ইরাকে তাদের দখলে থাকা ভূখন্ডের ‘২৫ থেকে ৩০’ শতাংশের নিয়ন্ত্রণ হারিয়েছে। জোটের বিমান হামলা ও ইরাকি বাহিনীর অভিযানের পর তারা এসব এলাকার নিয়ন্ত্রণ হারালো। পেন্টাগন সোমবার একথা জানায়। উগ্রবাদী এ গ্রুপ ব্যাপক হামলা চালিয়ে ইরাকের সামরিক ইউনিট দুর্বল করে দিয়ে কয়েকমাস আগে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়।

পেন্টাগন জানায়, কয়েকমাস ধরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা ও ইরাকি বাহিনীর ব্যাপক অভিযানের পর ইরাকের বিভিন্ন অংশে ঘাঁটি গেড়ে থাকা ইসলামিক স্টেট গ্রুপ কোণঠাসা হয়ে পড়ে এবং তাদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকা হাত ছাড়া হয়ে যায়। পেন্টাগন মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, ‘আইএসআইএল ধীরে ধীরে পিছু হটছে।’ ওয়ারেন জানান, ইসলামিক স্টেট গ্রুপ ইরাকে তাদের দখলে থাকা এ পর্যন্ত প্রায় ১৩ হাজার থেকে ১৭ হাজার বর্গ কিলোমিটার এলার নিয়ন্ত্রণ হারিয়েছে।