দৈনিকবার্তা-সিরাজগঞ্জ, ১৩ এপ্রিল: সিরাজগঞ্জে পুলিশের গুলিতে আনিস (১৯) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছে। সোমবার ভোর পৌনে ৬টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রোববার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি এলাকায় এঘটনা ঘটে। নিহত শিবিরকর্মী সিরাজগঞ্জ শহরের মওলানা ভাসানী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার লিমন ছাত্রাবাসে পুলিশ অভিযান চালিয়ে ৬ ছাত্রকে আটক করে। এসময় ছাত্রদের কক্ষ থেকে ৩টি ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রাবাসের মালিক লিমন হোসেনকে আটক করা হয়। আটকের সময় ছাত্ররা পুলিশের উপর হামলা চালালে পুলিশও পাল্টা গুলি নিক্ষেপ করে। এতে শিবিরকর্মী আনিস গুলিবিদ্ধ হন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর পৌনে ছয়টার দিকে তিনি মারা যান।সিরাজগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. ফয়সাল আহম্মেদ জানান, রাত ১২টার দিকে সদর থানার একদল পুলিশ ডান পায়ের হাটু থেতলে যাওয়া আনিসকে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণে ভোর পৌনে ছয়টার দিকে তিনি মারা যান।