দৈনিকবার্তা-ঢাকা, ১৩ এপ্রিল: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।তিনি বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে, নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াতজোট।হাছান মাহমুদসোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এ মানববন্ধনের আয়োজন করে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, এই নির্বাচনে পেট্রোল বোমা বাহিনীর প্রার্থীদের জনগণ লালকার্ড দেখাবে। সিটি নির্বাচনের মাধ্যমে জনগণ ফয়সালা করবে, দেশে হরতাল-অবরোধ থাকবে কি-না? যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা উড়বে কি-না? পেট্রোল বোমা অব্যাহত থাকবে কি-না?তিনি বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মানুষের কাছে বিএনপি ভোট চাইতে এলে তা কোনো অব¯’াতেই তারা মেনে নেবে না। বেগম জিয়া তিনমাস ধরে যে জ্বালাও-পোড়াও করছেন তা আর অব্যাহত থাকতে দেয়া যাবে না। তাকে অবরুদ্ধ করতে হবে, দমাতে হবে।মানবন্ধনে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।