DoinikBarta_দৈনিকবার্তা19b2235-12

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ এপ্রিল: জার্মানির নোবেল বিজয়ী কিংবদন্তি সাহিত্যিক, কবি ও কথাশিল্পী গুন্টার গ্রাস আর নেই ।সোমবার জার্মানির উত্তরাঞ্চলীয় লুবেক নগরীতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭। তিনি স্ত্রী, ৫ সন্তানসহ দেশ-বিদেশী অসংখ্য পাঠক, বন্ধু-বান্ধব রেখে যান।১৯২৭ সালের ১৬ অক্টোবর তিনি পোল্যান্ডের বাল্টিক বন্দরের ডানজিগ নগরীতে জন্ম নেন। তার জন্ম স্থান বর্তমানে জার্মানীতে পড়েছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধে অংশ নেন।ইসরাইলে বিভিন্ন সন্ত্রাস ও নির্যাতনের বিরুদ্ধে কলম ধরে নিজ দেশেও বিতর্কিত হন।ইসরাইলে তাকে নিষিদ্ধ করা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নিজদেশকে নিয়ে লেখা ‘টিন ড্রাম’ উপন্যাস লিখে সারাবিশ্বে পরিচিতি পান। ১৯৫৯ সালে তার এই উপন্যাস প্রকাশ পেলে সমকালীন বিশ্বসাহিত্যে আলোড়ন সৃষ্টি করে।১৯৯৯ সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করে সুইডিশ একাডেমি। গুন্টার গ্রাসের লেখায় ফুটে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানি কিংবা ইউরোপের চিত্র । দুই বার ঢাকায় এসেছিলেন তিনি। প্রথমবার ১৯৮৬ সালে ঢাকায় এসে পুরান ঢাকার বিস্তীর্ণ অঞ্চল পায়ে হেঁটে প্রত্যক্ষ করেন। এরপর ২০১১ সালেও তিনি বাংলাদেশে এসেছিলেন।