দৈনিকবার্তা-চট্টগ্রাম, ১৩ এপ্রিল: চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ সন্দেহভাজন চার জঙ্গিকে আটক করেছে র্যাব।উদ্ধার অস্ত্রের মধ্যে পাঁচটি একে-২২ রাইফেল, পাঁচটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলি রয়েছে বলে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানিয়েছেন। রোববার রাতে ও সোমবার সকালে নগরীর স্টেশন রোড, আকবর শাহ ও কসমোপলিটন এলাকা থেকে অস্ত্রশস্ত্রসহ ওই চারজনকে আটক করা হয় বলে জানান তিনি।র্যাব কর্মকর্তা মিফতা উদ্দিন বলেন, রোববার রাতে স্টেশন রোডে হোটেল মিডটাউন থেকে প্রথমে অস্ত্রসহ একজনকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে আকবর শাহ এবং সকালে কসমোপলিটন এলাকায় অভিযান চালিয়ে বাকি অস্ত্র-গুলি ও অন্যদের আটক করা হয়।আটকদের জঙ্গি সংশ্লিষ্টতার কথা বললেও তারা কোন সংগঠনের সদস্য সে বিষয়ে কিছু জানাননি র্যাব অধিনায়ক। তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।এর আগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুর্গম পাহাড়ে ‘ধর্মীয় উগ্রবাদীদের একটি আস্তানার সন্ধান পায় র্যাব, যেখানে নিয়মিত জঙ্গি প্রশিক্ষণ’ দেওয়া হত বলে কর্মকর্তারা সে সময় জানিয়েছিলেন।গুলির প্রশিক্ষণের জন্য সেখানে বিভিন্ন অস্ত্র ও গুলি রাখা ছিল; সামরিক কায়দায় গড়ে তোলা হয়েছিল ফায়ারিং জোন।ওই আস্তানা থেকে তিনটি একে-২২ রাইফেল, একটি রিভলবার, ছয়টি পিস্তল ও দেশে তৈরি তিনটি বন্দুক উদ্ধার করা হয়। পাওয়া যায় ৭৫১ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, তিনটি চাপাতি, দুটি ওয়াকিটকি ও ২৩ সেট প্রশিক্ষণ পোশাক।