দৈনিকবার্তা-মাগুরা, ১২ এপ্রিল: মাগুরা শ্রীপুর উপজেলার এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের দায়ে ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।রোববার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার দিনে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান জানিয়েছেন।তিনি জানান, এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় ওইসব পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোনগুলো পাওয়া যায়। যেগুলোতে বিভিন্ন প্রশ্নের উত্তর ম্যাসেজ হিসেবে আসছিল। এটি নিশ্চিত হবার পর তাদের বহিষ্কার করা হয়। পরীক্ষার নিয়ম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহনেরই কোন সুযোগ নেই।
সে ক্ষেত্রে তারা মোবাইল নিজেদের কাছে লুকিয়ে রেখে বাইরে থেকে এটির মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহ করছিল। মোবাইল ফোনগুলোর সংগ্রহ করার পর অনেক সময় পর্যন্ত এ গুলোতে উত্তর বার্তা আসা অব্যাহত ছিল।এ দিকে জেলার বিভিন্ন কেন্দ্রে নকলের অভিযোগে আরো ৯ জনকে বহিষ্কার করা হয়েছে বলে জেলা প্রশাসকের শিক্ষা বিভাগ শাখা সূত্রে জানা গেছে।