দৈনিকবার্তা- ঢাকা, ১২ এপ্রিল: পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির নির্ভরতাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার বিকেলে পহেলা বৈশাখে রাজধানীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক বিফ্রিংয়ে কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।তিনি জানান, রমনা বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুরো এলাকায় সিসি ক্যামেরার আওতায় থাকবে। যা ডিএমপির সদর দফতর থেকে মনিটরিং করা হবে। এছাড়াও রমনা পার্কে একটি আলাদা মনিটরিং সেল থাকবে। ইউনিফর্ম ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক স্তরে নিরাপত্তা বলায় গড়ে তুলবে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্ধারিত করে দেয়া পথ দিয়েই প্রত্যেককে মেলা বা অনুষ্ঠান স্থলে যেতে হবে।
অনুষ্ঠানস্থলে কোনো প্রকার ব্যাগ নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানান কমিশনার।ডিএমপি কমিশনার বলেন, নগরীর কোথাও কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেলে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিন।জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা? এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, কোনো কিছুকেই আমরা উড়িয়ে দেউ না, আবার কোনো কিছুকেই ফেলেও দেই না। নগরবাসীর সহযোগিতায় অত্যন্ত আনন্দ মুখোর পরিবেশে এবারও পহেলা বৈশাখ উদযাপন করা হবে। মঙ্গল শোভা যাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা থাকবে বলেও জানান তিনি।