DoinikBarta_দৈনিকবার্তাTabith1428827826

দৈনিকবার্তা- ঢাকা, ১২ এপ্রিল: মেয়র হলে রাজধানীর প্রায় ৪০ লাখ ভাসমান মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করবেন বলে প্রতিশ্র“তি দিয়েছেন উত্তর সিটিতে মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।রোববার নির্বাচনী গণসংযোগের তৃতীয় দিনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।গণসংযোগে ভোট ও দোয়া প্রত্যাশা করে তাবিথ আউয়াল বলেন, আমার স্বপ্ন ও প্রত্যয় একটি পরিকল্পিত আন্তর্জাতিকমানের আদর্শ ঢাকা নগরী গড়ে তোলা।এজন্য ঢাকা নগরীকে নিয়ে আমার গবেষণা, বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও হোমওয়ার্ক রয়েছে।

তিনি বলেন, এই গবেষণায় নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করেও পরিকল্পনা গ্রহণ করেছি।নগরবাসীর কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে আমরা আদর্শ ঢাকা আন্দোলন’ এর চ্যালেঞ্জ নিয়েছি। আশা করি, জনগণের সমর্থন পেলে সফল হব। প্রধান নির্বাচন কমিশনার আয়োজিত মত বিনিময়ে সভায় তিনি বলেন, ২০ দলের শত শত সমর্থক নেতাকর্মী গ্রেফতার, আটক, নির্যাতন ও হয়রানির শিকার হয়ে আছে। জেলে আছেন অনেকে। তাদের জামিন ও মুক্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রচারণায় তিনি বলেন, ভয়ে অনেকেই প্রচার কাজে অংশ নিতে পারছে না।

তাবিথ বলেন, ইতোমধ্যে আদর্শ ঢাকা আন্দোলনএর নেতৃবৃন্দ এবং প্রার্থী হিসেবে আমি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে আটক নেতাদের মুক্তি, নির্যাতন, হয়রানি বন্ধের দাবি জানিয়েছি। নির্বাচন কর্মকাণ্ডের সুবিধার্থে নেতা-কর্মীদের গ্রেফতার, হয়রানি বন্ধ করা প্রয়াজন। এ দাবির জবাবে এখন পর্যন্ত কোন আশ্বাস পাইনি।নতুন প্রজন্ম-নতুন ঢাকা স্লোগানে গণসংযোগের অংশ হিসেবে রোববারও রাজধানীর বিভিন্ন এলাকায় যান তিনি।বিএনপি নেতৃত্বাধীন ২০ দল সমর্থিত তাবিথ এদিন সকালে খিলক্ষেত কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করেন। বেলা ১১ টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এরপরই প্রচারণায় চলে যান বারিধারার কালাচাঁদপুর, শাহজাদপুর, মধ্য বাড্ডা ও খিলগাঁওয়ের তালতলা এলাকায়।এ সময় তিনি বলেন, সর্বস্তরের মানুষের বিপুল সাড়া পাচ্ছি। মানুষ আমাকে আপন করে নিচ্ছে।এ সময় তাবিথ আউয়াল গণমাধ্যমকে আরও জানান, আন্তর্জাতিক মানের আদর্শ ঢাকা নগরী গড়তে সর্বস্তরের মানুষের সাড়া পাচ্ছেন প্রচারণায় স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ এম আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তার মা নাসরিন আউয়াল মিন্টু। রোববার দুপুর ১২টায় রাজধানীর বনানী বাজার থেকে তিনি ছেলের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

স্থানীয় ব্যবসায়ীদের কাছে ছেলের জন্য বাস মার্কায় ভোট চান নাসরিন। এসময় তিনি কয়েকটি অভিযোগ তুলে বলেন, বনানী ২/২ রোডে যে বস্তি আছে সেই বস্তির বাসিন্দাদের মিথ্যে প্রলোভন দেখিয়ে ভোট নেয়ার পাঁয়তারা করছে সরকার। তাদেরকে বলা হচ্ছে, গভমেন্ট প্লটে তাদের বাসস্থান করে দেয়া হবে। তাদেরকে আর কোনো ভাড়া দিতে হবে না। তারা স্বাচ্ছন্দে থাকতে পারবেন। এভাবে প্রলোভন দেখিয়ে ভোট নেয়া অন্যায় ও নির্বাচনী আচরণ বিরুদ্ধ।তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি, সরকার চট্টগ্রামের মেয়র পদ বিএনপিকে ছেড়ে দেবে এবং ঢাকার দুটি মেয়র পদে কোনোমতেই ছাড় দেবে না। এ রকম অভিযোগ উঠলে তো আর লেভেলপ্লেয়িং ফিল্ড থাকে না। অথচ প্রধানমন্ত্রী বারবার বলছেন, সিটি করপোরেশন নির্বাচনের জন্য লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি করা হবে।

তিনি সংশয় প্রকাশ করে বলেন, ইলেকশনটা আদৌ হবে কি না, এ নিয়ে আমরা সন্দিহান। কেননা আমাদেরকে নানাভাবে বাধা দেয়া হচ্ছে।কোথাও যেতে দেয়া হচ্ছে না।তাছাড়া আমাদের নেতকাকর্মীদের আটকে রাখা হয়েছে। আমরা প্রচারণায় বের হয়েছি, কোনো নেতাকর্মী ছাড়াই।তিনি বিলেন, আমার ছেলে তার নির্বাচনী প্রচারণায় বাধা পেয়েছে বলে আমি শুনেছি। এ অবস্থা চলমান থাকলে কীভাবে নির্বাচন করা সম্ভব।তিনি ছেলের জন্য ভোট প্রার্থনা করে বলেন, আমরা আশা করব ঢাকাবাসী নতুন প্রজন্মকে চাইবে। আমার ছেলে নতুন প্রজন্মের প্রতিনিধি। সে বহু দেশের আধুনিক শহরে ঘুরেছে, পড়াশোনা করেছে, তাই সে জানে কিভাবে ঢাকাকে আধুনিক শহর হিসেবে গড়তে হবে।এসময় নাসরিন আউয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সাংসদ সেলিমা রহমান, ঢাকা মহানগর যুব মহিলা দলের সভাপতি ও সাবেক সাংসদ সুলতানা আহমেদ, গুলশান থানা যুব মহিলা দলের সভাপতি এবং কেন্দ্রীয় নেত্রী সাদিয়া হকসহ বেশ কয়েকজন নারী নেত্রী।