দৈনিকবার্তা-ঢাকা, ১১ এপ্রিল: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত উত্তরের মেয়র প্রার্থী তাবিথ এম আউয়াল বলেছেন, নির্বাচনে যতটুকু আশা করেছিলাম তার চেয়ে বেশি সাড়া পাচ্ছি জনগণের।শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালী কড়াইল বস্তি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।তাবিথ আউয়াল বলেন, আমি ঢাকা উত্তর সিটির মেয়র নির্বাচিত হতে পারলে ঢাকাকে আধুনিক নগরীতে পরিনত করবো। যানজটসহ সব সমস্যা সমাধান করে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চাই ঢাকাকে।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তেরি করতে পারেনি। নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।এর আগে একই অভিযোগ তুলেছিলেন আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনিই বর্তমানে স্বামীর হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শিগগিরই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন সিটি নির্বাচনে ঢাকার(উত্তর)মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। নির্বাচনী প্রচারণায় ঢাকাকে আন্তর্জাতিক মানের
শহরে পরিণত করার যে স্বপ্ন দেখাচ্ছেন এই তরুণ প্রার্থী তারই ছোয়া থাকবে তার ইশতেহারেও এমনটাই জানিয়েছেন তিনি।বস্তিতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে নির্বাচনী ইশতেহার নিয়ে তখন কথা বলেন তাবিথ।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ বস্তিবাসীর সহযোগিতা চান।তিনি সুন্দর ও আদর্শ নগরী গড়ার স্বপ্ন ও প্রতিশ্র“তি তুলে ধরেন উপস্থিত সবার কাছে।তটা প্রত্যাশা করেছেন তার চেয়েও বেশি সহযোগিতা ও সমর্থন ভোটারদের কাছ থেকে পাচ্ছেন বলেও জানান তিনি।
প্রতীক বরাদ্দ পাওয়ার একদিন পরেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ এম আউয়াল। তার নির্বাচনী প্রচারণার প্রথম এলাকা হিসেবে বেছে নেন রাজধানীর অদূরে অবস্থিত মহাখালীর কোড়াইল বস্তি। সেখানে তিনি উপস্থিত বস্তিবাসীর সঙ্গে হাত মিলিয়ে ঢাকাকে আধুনিক শহর গড়ার অঙ্গিকার দিয়ে ভোট চেয়েছেন।শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কড়াইল বস্তি এলাকায় ভোটের প্রচার অভিযান চালান তাবিথ। পরে বস্তি থেকে বের হয়ে চেয়ারম্যানবাড়ী, বনানী, কাকলী ও গুলশান-১ এলাকায় তার নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তার সঙ্গে ছিলেন বনানী থানা যুবদল সভাপতি শাহজাহার সরকার, মহানগর উত্তরের সহ-সম্পাদক শাহ আলম, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফারুক হোসেন ভূঁইয়া, যুবদল ও মহিলা কাউন্সিলর প্রার্থী তহমিনা সাহীনসহ ছাত্রদলের শতাধিক নেতা-কর্মীরা।