14749_1

দৈনিকবার্তা-লক্ষ্মীপুর, ১১ এপ্রিল: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ৫০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার গভীররাতে উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি। বাজারের একটি স্বর্ণকারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, রাত ১টার দিকে বাজারের একটি স্বর্ণেল দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি, লক্ষ্মীপুর ও নোয়াখালীর ফায়ারসার্ভিসের ৩টি ইউনিট সোয়া দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষনে বাজারের প্রায় ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে কসমেটিক দোকান, মুদি দোকান, হোটেল, ফার্মেসী, জুতার দোকান, গার্মেন্টসের দোকান, স্বর্ণকার, টিন দোকান, চালের দোকানে আগুন লেগে ভস্মিভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ জুতা ও গার্মেন্টস ব্যবসায়ী কান্তি লাল সাহা কান্না কন্ঠে বলেন, ভাই আমি সর্বহারা হয়ে গেছি। আমার আর কিছুই রইল না। দোকানটাই আমার একমাত্র রুজির প্রধান উৎস কিন্তু সেই দোকনটাই এখন ছাই হয়ে গেছে। কয়েকদিন আগে দোকানে আমি আরো পূঁজি বাড়িয়ে ১০ লক্ষ টাকার মালামাল আমদানি করেছি, আমার সব শেষ। আমি কি কওে সংসার চালাবো। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্থুত করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। বরাদ্দ পেলে সহায়তা প্রদান করা হবে।