jamat_sm_515552140

দৈনিকবার্তা-যশোর, ১১ এপ্রিল: যশোরে জামায়াতের পাঁচ নেতাকর্মীসহ ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে জামায়াতের পাঁচ নেতাকর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি। এদেরকে শনিবার (১১ এপ্রিল) বিকেলে যশোর আদালতে পাঠানো হয়। এছাড়া বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে যশোরের আট উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের পাঁচ নেতাকর্মীসহ ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে জামায়াতের পাঁচ নেতাকর্মী রয়েছে। বাকীরা বিভিন্ন মামলার আসামি। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।