Press Photo-11-04-15

দৈনিকবার্তা- ঢাকা, ১১ এপ্রিল: গত ১০/০৪/১৫ তারিখ দুটি পৃথক অভিযান চালিয়ে ভূয়া ডিবি পুলিশের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। উক্ত দিন ১১.১৫ টায় রমনা থানাধীন নয়াটোলা এলাকা থেকে প্রথমে ডিবি পুলিশের পরিধেয় পোশাকসহ ০৩ জন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রথম ০৩ জন হলো ১। মোঃ সিরাজ হাওলাদার ২। মোঃ আবুল হোসেন ও ৩। মোঃ শাহাবুদ্দিন। একই অভিযানের ধারাবাহিকতায় ১৫.০০ টায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাবিস্কো মোড় থেকে ডিবি পুলিশের পরিধেয় পোশাকসহ আরও ০৫ সদস্যকে গ্রেফতার করে। পরবর্তীকালে গ্রেফতারকৃতরা হলো ১। ফরহাদ গাজী ২। আ: সামাদ ৩। মো: তারা মিয়া ৪। মো: নান্নু মিয়া ৫। মো: আরিফ। তাদের হেফাজত থেকে পুলিশের ব্যবহৃত ০২টি ওয়্যারলেস, লাঠি, হ্যান্ডকাফ, ০২টি মাইক্রোবাস, ডিবি পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেখা স্টিকার উদ্ধার করা হয়।

১০/০৪/১৫ তারিখ ডিএমপি’র অপরাধ ও গোয়েন্দা তথ্য বিভাগের গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম (পশ্চিম) এর একটি দল ঢাকা মহানগরীতে বিশেষ অভিযানকালে রমনা থানার নয়াটোলাস্থ চেয়ারম্যান গলির বাড়ি নং-৫৪৬ থেকে মোঃ সিরাজ হাওলাদার, মোঃ আবুল হোসেন ও মোঃ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক আসামী মিঠুর নেতৃত্বে তারা ০৭/০৪/১৫ তারিখ সকালে বনানী থানার কাকলী এলাকায় এক ব্যক্তির নিকট থেকে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়। তারা দীর্ঘদিন যাবত পুলিশের বেশভুশা ধারণ করে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণামূলক ভাবে সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ছিনিয়ে নিয়ে আসছে বলে স্বীকার করে। এ ব্যাপারে রমনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

একই অভিযানের ধারাবাহিকতায় উক্ত টিম তেজগাঁও শি/এ থানার নাবিস্কো মোড় সংলগ্ন ৭৫ শহীদ তাজউদ্দিন আহম্মেদ স্মরণীর গ্রামীণ ফোন সেন্টারের সামনে থেকে ফরহাদ গাজী, আ: সামাদ, মো: তারা মিয়া, মো: নান্নু মিয়া ও মো: আরিফকে গ্রেফতার করে।এই গ্রেফতারকৃতরাও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবত পুলিশের বেশভুশা ধারণ করে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণামূলক ভাবে সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শণ করে নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ছিনিয়ে নিয়ে আসছে। এ ব্যাপারে তেজগাঁও শি/এ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।উল্লেখ্য, ঢাকা মহানগর এলাকায় সম্প্রতিকালে ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে সংগঠিত বিভিন্ন গুম, হত্যা ও ছিনতাইয়ের ঘটনা রোধকল্পে ডিসি, ডিবি (পশ্চিম) শেখ নাজমুল আলম,বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশনায়, এডিসি আশিকুর রহমান পিপিএম এর সাার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মাহাবুব-উর-রশিদ এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।