দৈনিকবার্তা-ঢাকা, ১১ এপ্রিল: বিএনপিপন্থি আইনজীবীদের একটি প্রতিনিধি দল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে প্রতিনিধি দলটি দুপুর ১২টার দিকে ডিএমপি কার্যালয়ে প্রবেশ করে বেলা ২টার দিকে বের হয়।
এসময় তারা আসন্ন সিটি করেপোরেশন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালন ও বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ইস্যু নিয়ে কথা বলেন।বেরিয়ে যাওয়ার সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আমাদের আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সেই সঙ্গে কোনো প্রার্থীকে হয়রানি করা হবে না বলেও তিনি আমাদের জানিয়েছেন।
তিনি বলেন, জামিন পাওয়ার পর জেলগেট থেকে নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে জানানো হয়েছে, কোনো যৌক্তিক কারণ ছাড়া কাউকেই গ্রেপ্তার ও হয়রানি করা হবে না। তিনি এ ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন।সালাহ উদ্দিন প্রসঙ্গে তিনি বলেন, সালাহ উদ্দিনের বিষয়ে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে- তিনি কোথায় আছেন এবং কারা তাকে নিয়ে গেছে সে বিষয়ে তারা কিছু জানে না। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে। সালাহ উদ্দিনকে উদ্ধারের বিষয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে।প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ, ওমর ফারুক, খোরশেদ আলম, মোসলেহ উদ্দিন জসিম, গোলাম মোস্তফা ও ইকবাল হোসেন।