DoinikBarta_দৈনিকবার্তাAzher

দৈনিকবার্তা- ঢাকা, ১১ এপ্রিল: বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফরন্সে করায় আসন্ন সিরিজে বাংলাদেশকে মোটেই হাল্কাভাবে নিচ্ছেন না বলে জানালেন পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক আজহার আলী। তবে আগামী সপ্তাহে শুরু হওয়া সিরিজে তার তারুণ্য নির্ভর দলটি নিয়ে কঠিন লড়াই করবেন বলে অঙ্গীকার করেন তিনি।তিন ম্যাচ সিরিজে আগামী শুক্রবার প্রথম ওয়ানডেতে প্রথম বারের মত পাকিস্তান দলের নেতৃত্ব দিচ্ছেন আলী।গত মাসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শেষ হওয়া বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে পাকিস্তান দলের বিদায় নেয়ার পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়া মিসবাহ উল হকের স্থলাভিষিক্ত হয়েছেন আলী।

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর কোয়ার্টারফাইনালে বিতর্কিত সিদ্ধান্তের কারণে ভারতের কাছে পরাজিত হওয়া বাংলাদেশের বিরুদ্ধে তার দল প্রস্তুত বলে জানান ৩০ বছর বয়সী আলী।অনুশীলন ক্যাম্পের শেষ দিনে সাংবাদিকদের আলী বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ খুবই ভাল করেছে এবং তাদের দলটি বেশ উন্নতি বেশ করেছে। তাছাড়া নিজ কন্ডিশনে তারা অনেক শক্তিশালীও বটে। তাই আমরা তাদেরকে হাল্কাভাবে নিচ্ছি না।একই সফরে আরো একটি টি-২০ এবং দুই টেস্ট ম্যাচ সম্পর্কে আলী বলেন, এখানে দুই দলই লড়াই করবে এবং আমার বিশ্বাস আমার তরুণ ছেলেরা ভাল করবে।আনকোড়া ওপেনার সামি আসলামসহ এই তারুণ্য নির্ভর দলটি সময়ের সঙ্গে উন্নতি করবে বলে মন্তব্য করেন আলী।

তিনি বলেন, আমি জানি ক্রিকেটে অনেক পরিবর্তন সাধিত হয়েছে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেটকে ইতিবাচকভাবে সামনের দিকে এগিয়ে নেব। তবে আপনি যদি হঠাৎ করেই পরিবর্তন আশা করেন সেটা হবে না বরং প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়বে। অতএব, আমাদেরকে ধারাবাহিকভাবে পরিবর্তন আনতে হবে।মিসবার অধিনায়কত্ব থেকে নিজে উৎসাহিত হয়েছেন বলে জানান আলী। এখনো পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন মিসবাহ।আলি বলেন, ‘আমার সামনে সবচেয়ে বড় একটি উদাহরণ হচ্ছেন মিসবাহ। যিনি অত্যন্ত কঠিন সময়ে ইতিবাচকভাবে পাকিস্তান দলের নেতৃত্ব দিয়েছেন। দলের একজন সদস্য হিসেবে তার মধ্যে অনেক ভাল কিছু আমি দেখেছি।

তিনি কিভাবে বিভিন্ন অবস্থা সামাল দিয়েছেন সেটা দেখাটা আমার জন্য সহায়ক হবে।বিশ্বে বড় মাপের অনেক অধিনায়ক আছেন। তবে আমি যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে আমার কাছে সেরা অধিনায়ক মিসবাহ।তার দলের ফর্মে না থাকা ব্যাটসম্যানরা উন্নতির প্রমাণ দেবেন বলেও আশা করেন আলী।‘নিশ্চিতভাবেই বোলাররা বিশ্বকাপে ভাল করেছেন, অতএব অবশ্যই আমরা তাদের উপড় বিশ্বাস রাখব। তবে ব্যাটসম্যানদের দায়িত্ব জ্ঞানটাও গুরুত্বপূর্ণ।প্রতিদিনই ক্রিকেটের পরিবর্তন হচ্ছে এবং দল হিসেবে আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলব। খেলোয়াড়রা কতটা উত্তেজিত আমি সেটা দেখছি। তারা পাকিস্তানের জন্য ভাল কিছু করতে চায় এবং আমি নিশ্চিত এটা ভিন্ন ধর্মী একটা দল হবে।