দৈনিকবার্তা- ফেনী, ১১ এপ্রিল: ঢাকা-চট্রগ্রাম রেল পথের ফেনীর শর্শদী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) মৃতু্য হয়েছে৷ গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে চট্রগ্রামগামী সাগরিক এঙ্প্রেসে কাটা পড়ে সে মারা যায়৷ ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি৷
ফেনী জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজবাউল উল আলম ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃতু্যও সত্যতা নিশ্চিত করছেন৷ তিনি জানান, সাগরিকা এঙ্প্রেস ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল৷
খবর পেয়ে রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে লাশ উদ্ধার করে ময়নাতদনত্মের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে৷ এঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃতু্য মামলা রম্নজু করা হয়েছে৷