DoinikBarta_দৈনিকবার্তাhilari

দৈনিকবার্তা- গাজীপুর, ১১ এপ্রিল: যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রোববার ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষে প্রার্থীতা ঘোষণা দিতে যাচ্ছেন। তাঁর ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম এ কথা জানায়।ক্লিনটনের প্রচারণা দল থেকেই বলা হয়েছে, রোববার হিলারি ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্যে প্রার্থী হিসেবে তার ঘোষণা দিতে পারেন।হিলারি ২০০৮ সালে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে মনোনয়ন দৌড়ে হেরে যান। কিন্তু এবার তিনি ডেমোক্রেটিক দলের মনোনয়ন দৌড়ে স্পষ্টতই সামনের সারিতেই থাকবেন বলে সকলের ধারণা।বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হিলারি সামাজিক যোগাযোগের মাধ্যম ও ভিডিও বার্তার মাধ্যমে তার প্রার্থীতা ঘোষণা করবেন।সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারির প্রার্থীতা বিষয়ে এক জনমত জরিপ প্রকাশ করে রিয়ালক্লিয়ার পলিটিক্স। সেখানে ৬০ শতাংশ হিলারিকে ভোট দেয়ার পক্ষে তাদের মত দিয়েছে।এদিকে অপর দুই সম্ভব্য প্রার্থী সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ভাইস প্রেসিড্ন্টে জো বাইডেন মনোনয়ন দৌড়ে অংশ নেয়ার কোনো ইচ্ছে তাদের রয়েছে কিনা সে সম্পর্কে এখনও কিছু বলেননি।