safe_image

দৈনিকবার্তা-ঢাকা, ১১ এপ্রিল:  ঢাকার দুই সিটি করপোরেশনে সাতজন মেয়র প্রার্থী এবং আড়াইশ’ কাউন্সিলর প্রার্থী ফৌজদারি মামলার আসামি জানিয়ে পুলিশ বলছে, এদের যাদের জামিন নেই তাদের গ্রেপ্তার করা হবে।আসন্ন সিটি নির্বাচনের সময় বিভিন্ন মামলায় গ্রেপ্তার-হয়রানি বন্ধ রাখতে বিএনপি নেতাদের আহ্বানের মধ্যে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম আসামিদের কোনো ছাড় না দেওয়ার কথা বলেন।প্রতীক বরাদ্দ নিয়ে প্রার্থীদের প্রচার শুরুর পর শনিবার তিনি সাংবাদিকদের বলেন, যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, অথচ তারা জামিনে নেই, তাদের ওেগ্রপ্তারের চেষ্টা চলছে।২৮ এপ্রিল অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মোট মেয়র প্রার্থী ৩৬ জন। এদের মধ্যে সাতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা মনিরুল জানান।

আর ঢাকার দুই সিটি করপোরেশনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আড়াইশ’ জন ফৌজদারি মামলার আসামি বলে জানান তিনি।ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস ফৌজদারি মামলার আসামি। তিনি এখনও প্রকাশ্যে প্রচারে আসেননি। তার স্ত্রী আফরোজা আব্বাস স্বামীর হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন।

সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপি স্থানীয় সরকারের এই নির্বাচনে আসার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই হরতাল-অবরোধে নাশকতার বিভিন্ন মামলায় তাদের নেতাদের গ্রেপ্তার-হয়রানি না করার আহ্বান জানিয়ে আসছে।এই দাবি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে দেখাও করেন বিএনপি সমর্থক পেশাজীবী নেতারা। তারা বলছেন, সব প্রার্থী সমান সুযোগ না পেলে তা সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হবে। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বিএনপির ওই দাবি বাস্তবায়নে নিজেদের কিছু করার নেই বলে জানিয়েছেন। সেইসঙ্গে তিনি বাংলাদেশে কারাগারে থেকে বিভিন্ন নির্বাচনে প্রাথীদের বিজয়ী হওয়ার তথ্যও তুলে ধরেন।