AIBL_MANCONF_sm_248079882

দৈনিকবার্তা-ঢাকা, ১১ এপ্রিল: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ত্রৈমাসিক ব্যবসা উন্নয়ন সম্মেলন শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত সম্মেলনে অন্যান্যের মধ্যে কোম্পানি সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোহাম্মদ আবদুল জলিল, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক এবং প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহিগণ উপস্থিত ছিলেন।সম্মেলনে ব্যাংকের জোনাল প্রধানগণসহ নির্ধারিত শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশ নেন। এ সময় প্রতিষ্ঠানের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে আলোচনা করেন।