দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ১১ এপ্রিল: আগামী বছর নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পূণ্য¯œানোৎবের আগেই লাঙ্গলবন্দের রাস্তা সম্প্রসারণ, সেখানকার তিনটি ব্রিজ সংস্কার, অবৈধস্থাপনা উচ্ছেদ ও ১ কিলোমিটার এলাকা জুড়ে ¯œান ঘাট নির্মাণ করার ঘোষণা দিয়েছেন ধর্ম মন্ত্রনালয়ের সচিব চৌধুরী বাবুল হাসনাত। তিনি আরও বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রথম অবস্থায় আগামী ¯œানের আগেই এই কাজ গুলো সম্পূর্ণ করা হবে। পরবর্তীতে লাঙ্গলবন্দকে একটি পুর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে। এ জন্য নদী খননসহ সকল কার্যক্রম চলবে।
শনিবার দুপুরে লাঙ্গলবন্দ তীর্থ¯œানের জায়গা পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন, লাঙ্গলবন্দ তীর্থ স্থানকে ঘিরে জেলা প্রশাসনের প্রেরিত প্রস্তাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই পদক্ষেপের অংশ হিসেবেই লাঙ্গলবন্দ পরিদর্শনে আসা। এ সময় সচিব রাস্তা সরু থাকার কারণেই পূণ্য¯œানে দুর্ঘটনাটি ঘটে বলে মন্তব্য করে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রনালয়ের যুগ্ম সচিব(উন্নয়ন) ড. মোহাম্মদ বোরহান উদ্দিন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ছিদ্দিকুর রহমান, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিনারা নাজমীন, সড়ক ও জনপদ কর্মকর্তা আছমা বেগম, গণপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তা শামসুজ্জোহা, বন্দর থানার ওসি নজরুল ইসলাম ও মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন প্রমুখ।উল্লেখ্য গত ২৭ মার্চ লাঙ্গলবন্দে পূণ্য¯œানে ব্রিজ ভেঙ্গে পড়ার গুজবে পদদলিত হয়ে ৭ নারীসহ ১০ পূণ্যর্থী নিহত হয়। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি তদন্ত শেষে যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে এবং লাঙ্গলবন্দের উন্নয়নে তদন্ত কমিটি যে প্রস্তবনা পেশ করেছে সেই প্রস্তাবনা প্রধানমন্ত্রী দপ্তরে পাঠানো হয়েছে।