সুরঞ্জিত

দৈনিকবার্তা-ঢাকা, ১১ এপ্রিল: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে যে কালক্ষেপণ হচ্ছে তা অযৌক্তিক। আমি মনে করি, এটা অপরাধীকে বাঁচিয়ে রাখারই একটি উপায় আর কি।শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, স্বাধীনতার ৪৩ বছর যাবৎ যারা যুদ্ধাপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চায়নি আজকে শুধু নয় ৪৩ মিনিট পূর্বেও ক্ষমা চাইবে বলে মনে হয় না। তাই আমি সরকারকে আহ্বান জানাবো, রায় কার্যকরে যেহেতু আইনি কোন বাধা নেই তাই অবিলম্বে ফাঁসি কার্যকর করা হোক। আসন্ন সিটি নির্বাচনের বিষয়ে সুরঞ্জিত বলেন, প্রার্থীরা চিহ্ন পেয়েছে, সমতল ভূমিও ( লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি হয়েছে। তারা নির্বিঘেœ প্রচারণা চালাচ্ছে। নির্বাচন অবাধ ও নিরেপেক্ষ হবে।

সাবেক এই রেলমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা বলছে, যা একেবারেই অযৌক্তিক। কোথাও েেকানো আইনে বলা নেই যে, সেনাবাহিনীকে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। আমি বিএনপিকে বলবো, অযথাই পানি ঘোলা করার অপচেষ্টা করবেন না।তিনি বলেন, এতোদিন বিএনপি সন্ত্রাস করে সাধারণ মানুষ হত্যা করেছে, এর জবাব মানুষ ব্যালটের মাধ্যমে দেবে। সংগঠনের উপদেষ্টা ডা. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব হুমায়ূন কবির মিজি, নেতা সাজ্জাদ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।