DoinikBarta_দৈনিকবার্তা_MOUDUD1

দৈনিকবার্তা-ঢাকা, ১০ এপ্রিল: সালাহ উদ্দিন পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছেই রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, সালাহ উদ্দিন পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে েেনই, তারা ডিনাই করছে। যা পরিবারের লোকজনসহ আমরা বিশ্বাস করি না। সালাহ উদ্দিন তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) কাছেই আছে।সালাহ উদ্দিন আহমদ নিখোঁজের এক মাস উপলক্ষে শুক্রবার দলের পক্ষ থেকে তার বাসভবনে যান ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি এ সময় সালাহ উদ্দিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পরে সেখানে উপস্থিত সংবাদকর্মীদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

মওদুদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সালাহ উদ্দিনের নিখোঁজের বিষয়ে অসম্ভব রকম উদ্বিগ্ন। খালেদা জিয়ার প্রথম সরকারের আমলে তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছিলেন। স্বামীকে ফিরে পেতে হাসিনা আহমদ উচ্চ আদালতে রিট আবেদন করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেফতার করেনি। তার কোনো খোঁজও পাওয়া যায়নি।এক মাস ধরে নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান দিতে না পারার দায়ভার সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

মওদুদ বলেন, আমরা মনে করি সরকারি বাহিনীর হাতে যদি সালাহউদ্দিন না থাকতেন তাহলে একদিনের মধ্যেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী তার সন্ধান দিতে পারতো। সরকারি বাহিনীর লোকজন তাকে তুলে নিয়ে গেছে বলেই তারা সালাহউদ্দিনের সন্ধান দিচ্ছে না। তিনি জানান, সালাহউদ্দিন নিখোঁজ হওয়ার তিনদিন আগে ৭ মার্চ তার দুই গাড়ি চালক এবং এক সহকারীকে আটক করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। তাদের ওপর নির্যাতন চালিয়েই সালাহউদ্দিনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় আইন-শৃংখলা বাহিনী। এরপর ১০ মার্চ সালাহউদ্দিন নিখোঁজ হন।

সালাহউদ্দিন আহমেদ এখনো জীবিত রয়েছেন এমন আশা ব্যক্ত করে মওদুদ বলেন, পরিবার পরিজনের সঙ্গে কথা বলে মনে হয়েছে সালাহউদ্দিন এখনও জীবিত রয়েছেন।দলীয় দায়িত্ব পালনকালে নিখোঁজ হন এই প্রতিভাবান নেতা। সুতরাং দেশের একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ হিসেবে তাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের। এ বিষয়ে আদালতে যে মামলা হয়েছে ১৫ এপ্রিল তার রায় হবে। আমারা আশা করছি একটা সংবেদনশীল রায় পাবো আমরা।

এ সময় সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, সালাহ উদ্দিনের দুই গাড়িচালক ও এক সহকারী গ্রেফতার হওয়ার মধ্যে দিয়েই বোঝা যায় সালাহউদ্দিনকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীই তুলে নিয়ে গেছে। গ্রেফতারের তিনদিন পর তাদের আদালতে তোলা হয় এবং ওই রাতেই নিখোঁজ হন সালাহউদ্দিন।হাসিনা বলেন, সরকারের কাছে আমার একটাই দাবি, অক্ষত এবং সুস্থ শরীরে যেনো সালাহউদ্দিনকে ফিরিয়ে দেওয়া হয়।