Joss-Hilsa-Premium-2

দৈনিকবার্তা-কলাপাড়া, ১০ এপ্রিল: কলাপাড়ার রামনাবাদ নদীর মোহনায় জেলে শহিদের জালে বিশাল আকৃতির ইলিশটি ধরা পড়েছে। ২৪ দশমিক ৫ ইঞ্চি লম্বা এবং ৭ দশমিক ৮ ইঞ্চি প্রস্থ ইলিশটির ওজন দুই কেজি ৮৫০ গ্রাম। বিক্রি করেছেন ১২ হাজার টাকায়। ইলিশটি বর্তমানে কলাপাড়া মৎস্য বিভাগের সংরক্ষণে রয়েছে।

হিমায়িত করে রাখা হয়েছে। বুধবার শেষ বিকালে ইলিশটি ধরা পড়ে। সিনিয়র কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, জাটকা ইলিশ নিধন বন্ধের সুফল এটি। এছাড়া এ সাইজের মা ইলিশ সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নিতে পারলে ইলিশের সাইজ আরর বৃদ্ধি পাবে। জালে ধরা পড়া ইলিশটি কিনারে নিয়ে আসলে দেখার জন্য মানুষ ভিড় করে। ইলিশ রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের এটি একটি বড় অর্জন বলেও মনে করছেন এ মৎস্য কর্মকর্তা। স্থানীয় ইলিশ ব্যবসায়ীরা জানান, সামনে পহেলা বৈশাখের অনুষ্ঠানে এ ইলিশটি আরও বেশি দামে বিক্রি করা যেত।