DoinikBarta_দৈনিকবার্তা_young

দৈনিকবার্তা-ঢাকা,১০ এপ্রিল: নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের ফিফটির ওপর ভর করে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১৪০ রানের বড় ব্যাবধানে হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে। এই জয়ের ফলে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে (২-০) তে এগিয়ে গেল স্বাগতিকরা।সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। ওপেনার সাঈফ হাসান (৪) রানে ফিরে গেলেও অপর ওপেনার পিনাক ঘোষকে নিয়ে দলীয় বড় ইনিংস গড়ার দিকেই মনোযোগী ছিলেন দলনায়ক নাজমুল হোসেন। পিনাক ৩৩ রানে সাজঘরে ফিরে গেলেও ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন স্বাগতিক অধিনায়ক। নাজমুলের ৭৩ আর শেষদিকে জাকির হাসানের ৮১ ও সাইফুদ্দিনের ৪১ রানে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে স্বাগতিকরা, ২৫৯/৪। দক্ষিণ আফ্রিকার পক্ষে বা হাতি স্পিনার শন আন্দ্রে ২৩ রানের খরচায় পান ২টি উইকেট।

২৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারী প্রোটিয়া শিবির। যদিও তাদের ওপেনার কাইল এক প্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে ব্যাটসম্যানরা শুধু আসা-যাওয়ার প্রতিযোগিতায় শামিল হয়েছেন। বিশেষ কওে নেহাদুজ্জামান, মোচ্ছাবেক ও শাওনের সাড়াশি স্পিনে বুক চিতিয়ে লড়াই করতে পারেনি সফরকারীরা। ফলে ম্যাচের ৬.৩ ওভার বাকী থাকতেই দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস মাত্র ১১৯ রানে গুটিয়ে যায়। সফরকারী দলের কাইল ৪৭, সাইবোনেলু ২৬ ও গালিয়েম ১৯ রান করে শুধু পরাজয়ের ব্যাবধানটা কমিয়েছে। নেহাদুজ্জামান ২১ রান খরচায় তুলে নেন ৩টি। এছাড়া নাজমুল,শাওন ও মোচ্ছাবেক ২টি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৫০ ওভারে ২৫৯/৪ (জাকির হাসান ৮১, নাজমুল হোসেন ৭৩, সাইফুদ্দিন ৪১, পিনাক ঘোষ ৩৩; শন আন্দ্রে ২/২৩, সাইবোনেলু ১/৪৩)। দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দল : ৪৩.২ ওভারে ১১৯/১০( কাইল ৪৭, গালিয়েম ২৬, সাইবোনেলু ১৯, ইব্রাহিম ১১; নেহাদুজ্জামান ৩/২১, নাজমুল হোসেন ২/৩, শাওন ২/২১, মোচ্ছাবেক ২/২৩)।