দৈনিকবার্তা-ঢাকা, ১০ এপ্রিল: নিজ গর্ভে অন্যের সন্তান ধারণ করার ঘটনা এখন বিশ্বের অনেক দেশেই ঘটছে। অন্যান্যদের মতো নিজ গর্ভে অন্যের সন্তান ধারণ করলেও ব্রিটিশ নারী এলেন একটু ব্যতিক্রমই। কারণ, নিজ গর্ভে ভাই-বোনকে ধারণ করেছেন তিনি!
বাকি দুইজন তার ভাই ও বোন। কারণ, এলেন তার মা জেনি ব্রাউন (৬৫) ও সৎ বাবা টনির (৫৪) ডিম্বাণু এবং শুক্রাণু ধারণ করে জন্ম দিয়েছেন তাদের।এলেনের গর্ভে জন্ম নেওয়া জমজ ভাই-বোন এলেক্স ও রুথ প্রথম দিকে অবশ্য এলেনকে মা বলেই ডাকতেন। পরে তারা বুঝতে পারলে নিজেদের শুধরে নেন।একই ভুল করেছিলেন এলেনের মেয়ে ম্যাডিও (১৭)। প্রথমে এলেক্স (১২) ও রুথকে (১২) ভাই-বোন হিসেবে মনে করলেও এখন মামা-খালা হিসেবেই সম্বোধন করেন।
জেনি জানান, বয়সে ১১ বছরের ছোট সহকর্মী টনির সঙ্গে এক সময় তার সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক গভীর হলে এক সঙ্গে বসবাস করা শুরু করেন তারা।