দৈনিকবার্তা-ঢাকা, ১০ এপ্রিল: একতা কাপুরের সঙ্গে ছবি করতে চাইলে নগ্নতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই শিল্পীদের। ‘রাগিনী এমএমএস’, ‘রাগিনী এমএমএস ২’ ও ‘লাভ সেক্স ধোঁকা’- এর মতো ইরোটিকা ছবিগুলোর পর এবার একতা নির্মান করতে যাচ্ছেন ‘এক্সএক্সএক্স’ নামের একটি ইরোটিকা ফিল্ম। আর ওই চলচ্চিত্রের চুক্তিপত্রে ‘নুডিটি ক্লজ’ নামে একটি ধারা রয়েছে। এ কারণে কোনো শিল্পী চাইলে নগ্নতা এড়িয়ে যেতে পারবেন না।
ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের কিছু শর্ত নিয়ে মাসখানেক আগে বেশ তোলপাড় হয়। কিন্তু কিছু কিছু নির্মাতা আছেন যারা এ সবের থোড়াই কেয়ার করেন। তাদের মধ্যে আছেন ডেইলি সোপ কুইন একতা কাপুর। তিনি অভিনয় শিল্পীদের সঙ্গে করা চুক্তিপত্রে নগ্নতাকে অন্যতম ধারা হিসেবে রাখছেন।
বিজনেস অব ইন্ডিয়া জানায়, যৌনতা নির্ভর ‘এক্সএক্সএক্স’কে বলা হচ্ছে ভারতের প্রথম ইয়ুথ ইরোটিকা ফিল্ম। ইতোমধ্যে তরুণদের টার্গেট করে চলচ্চিত্রটির প্রচারণা শুরু হয়েছে। এর আগে একতার ইরোটিকাগুলো ভাল ব্যবসা করেছে। বলা হচ্ছে, নতুন এ ছবিটিতে ঝাঁকুনি দেওয়ার মতো নগ্নতা রয়েছে। এর আগে ‘রাগিনী এমএমএস ২’ চলচ্চিত্রে সাবেক পর্ন তারকা সানি লিওন নগ্নতার অজুহাতে কিছু দৃশ্যে অভিনয়ের অপারগতা জানান। তাতেই শিক্ষা হয়েছে একতার। তাই চুক্তিপত্রে এবার আর কোনো ফাঁক-ফোকর রাখেননি তিনি।