BD-1জাকির হাসান ও নাজমুল হোসেনের দারুণ ব্যাটিংয়ের পর বোলারদের দাপটে দ্বিতীয় ইয়ুথ ওয়ানডেতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪০ রানে হারিয়েছে তারা।

দৈনিকবার্তা-ঢাকা, ১০ এপ্রিল: শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সাত ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৫৯ রান করে বাংলাদেশ।

৭২ রানে তিন উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের তরুণদের। তবে অধিনায়ক নাজমুলের সঙ্গে ১০৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান জাকির। ম্যাচসেরা নাজমুল খেলেন ৭৩ রানের চমৎকার এক ইনিংস। তার ১০৭ বলের দায়িত্বশীল ইনিংসটি গড়া ৭টি চার ও ১টি ছক্কায়।

তার বিদায়ের পর অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে ৮০ রানের জুটি গড়েন জাকির। তাদের দৃঢ়তায় আড়াইশ’ পার হয় বাংলাদেশের সংগ্রহ।সর্বোচ্চ ৮১ রানে অপরাজিত থাকেন জাকির। তার ৮৩ বলের ইনিংসটি সাজানো ৭টি চার ও ১টি ছক্কায়। সাইফুদ্দিন অপরাজিত থাকেন ৪১ রানে।

জবাবে বিশ্বচ্যাম্পিন দক্ষিণ আফ্রিকা দল ৪৩ ওভার ২ বলে ১১৯ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৪৭ রান করেন কাইল ভারেইন। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে আব্দু গ্যালিয়েমের ব্যাট থেকে।২১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার নেহাদুজ্জামান। এছাড়া দুটি করে উইকেট নেন নাজমুল হাসান, সালেহ আহমেদ শাওন ও মোসাব্বেক হোসেন।