দৈনিকবার্তা-ঢাকা, ১০ এপ্রিল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের দ্বিতীয় পুনর্মিলনী আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে। হলের কমন রুমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সভায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩৮ তম আবর্তনের শিক্ষার্থী মো. ফজলে রাব্বীকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়।হলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান ও বিস্তারিত তথ্যে জানতে এই দুই নম্বরে ০১৭২৩২৪৯৪৫৯ (আসাদুজ্জামান শুভ), ০১৭১৭৮৫২৫৯২ (রাব্বী) যোগাযোগ করতে বলা হয়েছে।
হলের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় সাবেক শিক্ষার্থীদের মধ্য বক্তব্য দেন- হলের প্রাধ্যক্ষ ড. কবিরুল বাশার, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী, সহকারী অধ্যাপক মঈনুল হাসনাত, সহকারী অধ্যাপক আলী আকবর, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দীন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রমুখ। উল্লেখ্য, ভাষা শহীদ সালাম এবং বরকতের নামে বাংলাদেশের একটি মাত্র হল শহীদ সালাম-বরকত হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৮৪ সালে স্থাপিত হয়। ২০০৮ সালে এ হলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।