দৈনিকবার্তা- ঢাকা, ১০ এপ্রিল: সিটি নির্বাচনে অংশ নেওয়া বিএনপির কোনো প্রার্থী গ্রেফতার হলেই তার জয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত এক পেশাজীবী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপির নিখোঁজ মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়ার মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
বিএনপিপন্থী এ সিনিয়র আইনজীবী বলেন, ঘরে থাকলেও গ্রেফতার নির্যাতনের শিকার হবেন। সুতরাং বাইরে বের হয়ে আসুন। রাস্তায় নামলে পুলিশ যদি গ্রেফতার করে তাহলে ওই মুহুর্তেই আপনার জয় নিশ্চিত হয়ে যাবে।কারণ,জনগণ দেখবে আপনাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই সরকারের এ অপচেষ্টা।এ সময় তিনি শেষবার হলেও বিএনপি নেতাকর্মীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান।তিনি বলেন, এবার আর ভয় পেলে চলবে না। ঘরে বসে না থেকে প্রার্থীর পক্ষে সম্মিলিতভাবে প্রচারণায় নামুন। আসুন এবার সিটি নির্বাচনে সুযোগ এসেছে, ভোটের মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার।খন্দকার মাহবুব বলেন, ঢাকা ও চট্টগ্রামের নির্বাচনে জনগণ দেখিয়ে দেবে,তারা বিএনপির সঙ্গে আছে।
সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের শওকত মাহমুদ, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, রফিকুলইসলামবাচ্চু,ইঞ্জিনিয়ার্সঅ্যাসোসিয়েশনেররিয়াজুল ইসলাম রিজু,এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের হাসান জাফির তুহিন, জাতীয়তাবাদী সম্মিলিত জোটের রফিকুল ইসলাম ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জাকির হোসেন বক্তব্য রাখেন।