DoinikBarta_দৈনিকবার্তাeino

দৈনিকবার্তা- কুষ্টিয়া, ১০ এপ্রিল: খালেদা জিয়ার নামে শতাধিক খুনের মামলা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । তিনি বলেন, বেগম খালেদা জিয়া কোন মামলা থেকেই রেহাই পাচ্ছেন না।বেগম জিয়ার নামে ১৩০ এর অধিক খুনের মামলা তৈরি হচ্ছে। এসব মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত তাদের কাজ করবে।তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আগুন সন্ত্রাসীরা থাকবে না।তথ্যমন্ত্রী শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।তিনি বলেন, এখনও পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগুন সন্ত্রাসের কর্মসূচি অব্যাহত রয়েছে।

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা জিয়ার ঘরে ফেরা মানে তার গণতন্ত্রে ফেরা নয়। তিনি সন্ত্রাসের পথ ছেড়ে গণতন্ত্রের পথে এখনও উঠেননি।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, চিহ্নিত আগুন সন্ত্রাসী বেগম খালেদা জিয়া। তার সমর্থন নিয়ে যারা নির্বাচন করছেন, তারা পোড়া মানুষের গন্ধ গায়ে মাখছেন।যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করতে বিলম্ব হচ্ছে কেন- এমন এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কামারুজ্জামানের রায় চূড়ান্ত হয়ে গেছে। আদালত তার কার্যক্রম সম্পন্ন করেছে। শেষ একটা বিচারিক ব্যবস্থা আছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়। এটা আইনেরই একটা অংশ। কামারুজ্জামান সে সুযোগটা পাচ্ছেন। সর্বশেষ সুযোগটা কার্যকরী হওয়ার পরই কেবল প্রশাসন আদালতের নির্দেশ কার্যকর করতে পারে বলে তিনি মন্তব্য করেন।কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশসুপার প্রলয় চিসিম, জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন এ সময় উপস্থিত ছিলেন।