la-liga

দৈনিকবার্তা-ঢাকা, ৯ এপ্রিল: স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আলমেরিয়াকে ৪-০ গোলে বার্সা এবং রায়ো ভায়েকানোকে ২-০ গোলে হারিয়েছে কার্লো অ্যানচেলোত্তির দল।এ জয়ে ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে, লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। আর সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নাম্বারে আছে রিয়াল।ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তুলনামূলক দুর্বল আলমেরিয়ার বিপক্ষে, গোল পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৩ মিনিট পর্যন্ত। দলকে এগিয়ে নেন মেসি। ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সুয়ারেজ। ৭৫ মিনিটে তৃতীয় গোলটি আসে বার্ত্রার হেড থেকে।

আর অতিরিক্ত সময়ে আলমেরিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন সুয়ারেজ। ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। আরেক ম্যাচে, ক্রিশ্চিয়ানো রোনালদো ও হামেস রড্রিগেজের গোলে, রায়ো ভায়োকানোকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে গোল করার মধ্য দিয়ে, রিয়াল মাদ্রিদের হয়ে ৩০০তম গোলের অনন্য এক মাইল ফলক স্পর্শ করেছেন রোনালদো।