DoinikBarta_দৈনিকবার্তা index(136)

দৈনিকবার্তা-ঢাকা, ০৯ এপ্রিল: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চালানোর সময় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন। আফরোজা বলেন, আশা করি নির্বাচন কমিশন সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবে যাতে নির্বাচন নিরপেক্ষ হয়।বৃহস্পতিবার সকালে আফরোজা আব্বাস ও বিএনপির নেতা-কর্মীরা শান্তিবাগের এরশাদ স্কুলের সামনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আত্মগোপনে আছেন মির্জা আব্বাস। তার পক্ষে গতকাল বুধবার থেকে প্রচারণা চালাচ্ছেন স্ত্রী আফরোজ আব্বাস।

বড় বড় নেতাকর্মীরা কেন প্রচারণায় অংশ নিচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নে আফরোজা আব্বাস বলেন, গ্রেপ্তার ও গুলির ভয়ে নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে মাঠে নামছে না। জামিন পেলে মির্জা আব্বাস প্রচারে নামবেন বলেও জানান তিনি।নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এমন অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।এসময় তার সাথে ছিলেন ওলামা দলের সভাপতি মাওলানা আবদুল মালেক, ছাত্রদলের সাবেক সহসভাপতি বজলুল করিম চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল সিটি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচার প্রচারণা চালানোর জন্য ৫৭টি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির নেতৃত্বে আছেন স্থানীয় বিএনপির সভাপতি, আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনাররা।তবে এখন পর্যন্ত আব্বাসের নির্বাচন পরিচালনার জন্য কোনো সমন্বয়কারী নিয়োগ করা হয়নি। আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসই প্রচার-প্রচারণার পাশাপাশি সমন্বয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।বৃহস্পতিবার দুপুরে আব্বাসের প্রেসউইং কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, সমন্বয়কারী নিয়োগের ব্যাপারটি ১০ এটিওলের (শুক্রবার) মধ্যে ফায়সালা হবে।

এদিকে গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের সব কিছু দেখ-ভালের দায়িত্ব পালন করছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খালেদা জিয়ার নির্দেশে তিনিই সব কিছু পর্যবেক্ষণ করছেন।সূত্র জানায়, প্রতিকূল পরিস্থিতে ঢাকার ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের যারা যার সময়-সুযোগ মতো বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিল প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে কেন্দ্রের নির্দেশে মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করছেন।