RIZVI-1428559794

দৈনিকবার্তা-ঢাকা, ৯ এপ্রিল: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও সহিসংতার ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা বৃহস্পতিবার এ আদেশ দেয়।রিজভীর আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন মেজবা আলাদা তিনটি মামলায় আজ জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেয়।

রিজভীর এ আইনজীবী বলেন, গত জানুয়ারি মাসে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মোহাম্মদপুর ও মিরপুর থানায় এ মামলা তিনটি দায়ের করা হয়।রিজভীকে গত ৩০ জানুয়ারি রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে আটক করে আইন-শৃংখলা রক্ষা বাহিনী। সে থেকে তিনি কারাগারে রয়েছেন। বিভিন্ন মামলায় তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে তাকে কয়েক দফা রিমান্ডে নেয়া হয়।