দৈনিকবার্তা-ঢাকা, ০৯ এপ্রিল: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রায়াত্ত্ব ১৪টি ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে দু’বছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে সরকারের পক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম এবং প্রতিষ্ঠানের পক্ষে সংশ্লিষ্ট পরিচালনা পর্যদের চেয়ারম্যান ও নির্বাহীরা স্বাক্ষর করেন। ১৪টি প্রতিষ্ঠানের জন্য পৃথক পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়।এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষরশেষে আসলাম আলম বলেন, আগে বাণিজ্যিক ও বিশেষায়িত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মসম্পাদন মূল্যায়নের তেমন কোন পদ্ধতি ছিল না। এই চুক্তির ফলে এসব প্রতিষ্ঠানের কর্মসম্পাদন মূল্যায়নের সুযোগ তৈরি হলো।তিনি বলেন, এই চুক্তিটি কতটুকু কার্যকর হলো, তা আগামী দু’বছর পরে বোঝা যাবে। আগামী দু’বছর এটি পরীক্ষামূলকভাবে চলবে। তবে এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সফলতা বহুলাংশে বৃদ্ধি পাবে এবং সকল পর্যায়ে জবাবদিহিতা প্রতিষ্ঠা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।