দৈনিকবার্তা-বাগেরহাট, ৯ এপ্রিল: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, মানুষ মেরে গণতান্ত্রিক আন্দোলন হয় না।মন্ত্রী বৃহস্পতিবার বাগেরহাটের রামপাল উপজেলা অডিটরিয়ামে ¯’ানীয় প্রশাসন আয়োজিত ঘোষিয়াখালী- মংলা চ্যানেল সম্পর্কে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রামপাল-মংলার সংসদ সদস্য তালুকদার আঃ খালেক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামপাল উপজেলা চেয়ারম্যান, মংলা উপজেলা চেয়ারম্যান ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
মন্ত্রী শাহাজান খান বলেন, বঙ্গবন্ধু নদীকে ভালবাসতেন। তাই তিনি সবসময় বলতেন তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। তিনি বিশ্বাস করতেন নদী হচ্ছে মানুষের প্রাণ। নদীকে পরিচর্যা করতে হয়। তা না হলে নদী মরে যায়।তিনি বলেন, ৫৩টি নদী খননের জন্য ১১ হাজার ৪শ ৭০ কোটি টাকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে শেখ হাসিনার সরকার। সরকারের নিজস্ব ড্রেজার দিয়ে খননকার্য সম্পাদন করা সম্ভব নয়। তাই আমরা বেসরকারিভাবে ড্রেজার ভাড়া করে খনন কার্য সম্পাদন করছি। ঘষিয়াখালি বন্ধ হয়নি, বন্ধ হয়েছে মংলা।
মন্ত্রী বলেন, ঘষিয়াখালি দিয়ে যখন নৌ চলাচল বন্ধ হয়ে যায় তখন আমরা সুন্দরবনের ভিতর দিয়ে নৌ চলাচল করিয়েছি। কিন্তু সেখানে অয়েল ট্যাংকার ডুবে একটি প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরনের টাকা দিয়ে দেওয়া হবে। তাদের এ ব্যাপরে চিন্তা করতে হবে না।
উল্লেখ্য মংলা-ঘষিয়াখালি ২২ কিলোমিটার চ্যানেলের খননকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতি মধ্যে প্রায় চল্লিশ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। আগামী জুনের মধ্যে খননকাজ সম্পন্ন হবে বলে বিআইডাব্লিউটিএ’র কর্তৃপক্ষ জানিয়েছেন।বিআইডাব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী আবদুল মতিন জানান বিআইডব্লিউটিএ থেকে ১২টি ড্রেজার, বেসরকারী প্রতিষ্ঠানের ৪টি ড্রেজার ও ২২টি এক্সকাভেটর কাজ করছে। এতে ২৩০ কোটি টাকা খরচ হবে।