দৈনিকবার্তা-ঢাকা, ০৯ এপ্রিল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) এর সমঝোতা চুক্তি বৃহস্পতিবার স্বাক্ষরিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং বিআইপিএসওটি’র পক্ষে বিগ্রেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাহেদুর রশিদ, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী, উপ-পরিচালক (জনসংযোগ) আবদুস সালাম মিঞা এবং বিআইপিএসওটি’র মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান, কর্ণেল মাহবুব সারোয়ার, লে. কর্ণেল এস এস আনিসুজ্জামান এবং মেজর মো. এরশাদ মানছুর উপস্থিত ছিলেন।এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকগণ বিআইপিএসওটির প্রোগ্রামে অংশ নিতে পারবেন এবং বিআইপিএসওটি’র কর্মকর্তাগণও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন।