দৈনিকবার্তা-ঢাকা, ০৮ এপ্রিল: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে অনির্ধারিত বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।বুধবার বিকেল ৫টায় তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশানের ৭৯ নম্বর সড়কের ফিরোজায় যান।তাদের বৈঠক শেষ হয় সন্ধ্যায় ৬টায়। তবে বৈঠকের ব্যাপারে কোনো তথ্য দিতে রাজি হয়নি কোনো পক্ষই। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং উপদেষ্টা পরিষদের সাবিহ উদ্দিন আহমেদ।রাজনৈতিক অস্থিরতা কমাতে নিজ বাসায় প্রত্যাবর্তন করায় বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়া ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতি বিএনপির সমর্থন দেওয়ার মাধ্যমে নির্বাচন মণ্ডলীকে প্রকৃত গণতান্ত্রিক সুযোগ করে দেওয়ার ঘটনাকে তিনি স্বাগত জানান গিবসন। নির্বাচনী প্রচারণা সহিংসতামুক্ত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।এছাড়া সুষ্ঠু ভাবে সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনে কমিশন যথাযথ ভুমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধার, সিটি করপোরেশনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।