দৈনিকবার্তা-ঢাকা, ০৮ এপ্রিল: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয় দিনে বুধবার আব্বাসের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা করেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।দক্ষিণে সকালে গোড়ান শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে নামেন আফরোজা আব্বাস। নির্বাচনে অংশ নেয়া বিএনপির আন্দোলনের অংশ বলে জানান তিনি।বুধবার সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের শান্তিপুর স্কুলের সামনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। এসময় তিনি সিটি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেন।
তিনি বলেন, আব্বাসের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা রয়েছে। তাকে যদি জামিন না দেয়া হয় তবে তিনি নির্বাচনী মাঠে নামতে পারবেন না। এছাড়া তার পক্ষে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে রয়েছে মামলা। অথচ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দায়িত্ব সরকারের। অচিরেই মির্জা আব্বাস জামিন পাবেন এবং নির্বাচনী প্রচারে মাঠে নামবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আফরোজা আব্বাস বলেন, যেসব নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালাবেন তাদের নামে অনেক মামলা।নেতাকর্মীদের জামিনের চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি, নির্বাচন কমিশন একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে যেন নির্বাচনী প্রচারণার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়। কেবল সরকার দলীয় নেতারাই নির্বাচনী প্রচারণার পরিবেশ পেলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ কমে যাবে।আন্দোলনে থেকে বিএনপি কেন নির্বাচন করছে? এমন প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, নির্বাচনে বিএনপির অংশগ্রহণ আন্দোলনেরই একটি অংশ।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর শান্তিপুর স্কুলের সামনে ও এর আশপাশের এলাকায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল করে নির্বাচনী প্রচার শুরু করে। এ সময় তার সঙ্গে ছিলেন ড্যাব নেতা ডা: রফিক ,ঢাকা মহানগর মহিলাদলের যুগ্ম-সম্পাদক হাবিবা চৌধুরী বীথি, সহ-সাংগঠনিক সম্পাদক নিলুফার চৌধুরী নিলু, তাঁতীদলের ভাইস-প্রেসিডেন্ট জাহাঙ্গীল আলম মিন্টু, বিএনপি নেতা হিরু ও মানিকসহ প্রমুখ।প্রথমে তারা ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান। পরে তারা মাদারটেক, বাসাবো এলাকায় প্রচারণা চালান। এছাড়া বিকেলে প্রচারণা চালান মতিঝিল, পল্টন ও শান্তিনগর এলাকায়।