SM5

দৈনিকবার্তা-গাজীপুর, ৮ এপ্রিল:  দেশের ৩৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য ২৪ তলা বিশিষ্ট দুইটি টাওয়ার ভবন নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এবং ডেভলপমেন্ট ডিজাইন কনসাল্টান্টস ও মার্ক আর্কিটেক্টস লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিষদের পক্ষে পরিষদের সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিন ও কোষাধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এবং কনসাল্টান্ট এর পক্ষে প্রকৌশলী এ,কে,এম, নাসির উদ্দিন ও প্রকৌশলী আব্দুল্লাহ্ আল মামুন চুক্তি পত্রে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, জাতীয় বিশ্ববিদালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, স্থপতি খায়রুল আনাম সহ উভয় পক্ষের আরো অনেকে উপস্থিত ছিলেন।

রাজধানী ঢাকা মহানগরীর শেরেবাংলা নগরের আগারগাঁয়ে ইউজিসি ভবন সংলগ্ন দশমিক ৬৭ একর জমিতে দুই লাখ বর্গফুট জায়গা নিয়ে ২৪ তলা বিশিষ্ট দুইটি টাওয়ার ভবন নির্মাণ করা হবে। এ কমপ্লেক্স ভবন নির্মাণে প্রাথমিকভাবে ৮০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এ অর্থ যোগান দিবে এবং বিনিময়ে ২৪ তলা বিশিষ্ট একটি টাওয়ারের মালিকানা তাদের হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০১৩ সালের ১৮ই সেপ্টেম্বর এই টাওয়ার ভবন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।