DoinikBarta_দৈনিকবার্তা images

দৈনিকবার্তা- হিলি, ০৭ এপ্রিল: দিনাজপুরের হিলি সীমান্তে চলন্ত ট্রেনে চোরাচালানী পণ্য তুলতে বিজিবি বাধা দেয়। এ সময় ভারতীয় চোরাকারবারী বিট্রেন (৩৫) বিজিবিকে লক্ষ্য করে তার হাতে থাকা রিভলবার দিয়ে ১ রাউন্ড গুলি চালায়। তাৎক্ষনিক বিজিবির গুলিতে বিট্রেন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় বিএসএফ ও বিজিবি ১০ বাউন্ড ফাঁকা গুলি করে বলে সীমান্তবাসীরা জানিয়েছেন। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। মুখোমুখি অবস্থানে রয়েছে বিজিবি-বিএসএফ। বিজিবি জানায়, আজ মঙ্গলবার বিকেল ৫ টায় হিলি সীমান্তের ২৮৪ এর ৩৭ সাব পিলারের কাছে হিলি রেলওয়ে ষ্টেশন থেকে একটি মালবাহী ট্রেন জয়পুরহাট যাবার সময় ওই স্থানে পৌছলে ভারতীয় চোরাকারবারীরা বাংলাদেশের সীমানায় ঢুকে চলন্ত ট্রেনে চোরাচালানী পণ্য তোলার চেষ্টা করায় এ ঘটনাটি ঘটে।পুলিশ নিহত বিট্রেনের লাশ সীমান্তের জিরোপয়েন্ট থেকে ক্যাম্পে নিয়ে আসে। পরে বিজিবি লাশটি হাকিমপুর থানায় দিয়ে মামলা করে। নিহত বিট্রেন ভারতের দক্ষিন দিনাজপুর জেলার হিলি থানার দক্ষিনপাড়ার সীমান্তের বদ্যনাথের ছেলে।