DoinikBarta_দৈনিকবার্তা mahabob

দৈনিকবার্তা- ঢাকা, ০৭ এপ্রিল: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে যেসব প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন মামলাআছে,নির্বাচনের দিন পর্যন্ত তাদের আগাম জামিন চান বিএনপিপন্থি আইনজীবীরা।মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন হাইকোর্টের একটি বেঞ্চে এ আবেদন করেন।জানতে চাইলে এ আইনজীবী বলেন, বেশকিছু দিন ধরে হাইকোর্ট আগাম জামিন বন্ধ করে দিয়েছে। তাই আমরা আদালতে বলেছি- যারা সিটি করপোরশেন নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা যেন নির্বিঘেœ প্রচারণা চালাতে পারেন, তাদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সে মামলায় তাদেরকে যেন আগাম জামিন দেয়া হয়।

প্রতিউত্তরে আদালত খন্দকার মাহবুবকে বলেছেন, আপনারা যথোপযুক্ত ও সঠিক আবেদন নিয়ে আসেন। আমরা সেগুলো বিবেচনা করে দেখবো।মাহবুব বলেন, এর আগে প্রধান বিচারপতির সংবর্ধনায় সুপ্রিমকোর্ট বারের পক্ষ থেকে বলা হয়েছিল, যথাযথ মামলায় আগাম জামিন দেয়া হবে। সেজন্য আমরা হাইকোর্টে বলেছি, আপনারা আবেদনগুলো ড়্রহণ করে শুনানি করুন। এরপর যেগুলো আপনাদের কাছে যুক্তিসঙ্গত হবে, সেগুলোতে আগাম জামিন দিন।সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার এ আবেদন করেন।বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সকালে এ আবেদন জানানো হয়।

খন্দকার মাহবুব বলেন, বেশকিছু দিন ধরে হাইকোর্ট আগাম জামিন দিচ্ছে না। তাই আমরা আদালতে বলেছি, সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, নির্বিঘ্নে প্রচারণা চালানোর স্বার্থে তাদের যেন আগাম জামিন দেওয়া হয়।তিনি জানান, আদালত আবেদনের জবাবে যথোপযুক্ত আবেদন নিয়ে আসার কথা বলেছেন।তিনি বলেন, প্রধান বিচারপতির সংবর্ধনায় বারের পক্ষ থেকে বলা হয়েছিল, যথাযথ মামলায় আগাম জামিন দেয়া হোক। সেজন্য আমরা হাইকোর্টে বলেছি, আপনারা আবেদনগুলো গ্রহণ করে শুনানি করুন। এরপর যেগুলো আপনাদের কাছে যুক্তিসঙ্গত হবে, সেগুলোতে আগাম জামিন মঞ্জুর করবেন।