দৈনিকবার্তা-ঢাকা, ৭ এপ্রিল: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি নাকি সরকার উৎখাত না করে ঘরে ফিরবেন না। কিন্তু সে ভাগ্য তার হলো না।মঙ্গলবার বিকেলে গণভবনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সরকার পতনের ডাক দিয়ে তিন মাস দলীয় কার্যালয়ে অবস্থান শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ফেরাকে সরকারের বিজয় হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, সন্ত্রাসী দিয়ে েেবামা মেরে জনগণের মতামত পরিবর্তন করা যায় না। উনি (খালেদা জিয়া) পরাজিত হয়েছেন। উনাকে পরাজিত হয়ে কোর্টের মামলায় হাজিরা দিয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে।খালেদা জিয়া পরাজিত হওয়ায় ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের নেতাদের অভিনন্দন জানাতে গণভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের ডাক দিয়ে লাগাতার অবরোধ ডেকে তিন মাস কার্যালয়ে অবস্থানের পর গত রোববার বাসায় ফিরে যান খালেদা জিয়া।
দাবির বিষয়ে সরকারের নত না হওয়া এবং দৃশ্যত অকার্যকর অবরোধ-হরতালের পর আন্দোলনের অর্জন কী- সাংবাদিকদের এই প্রশ্নে খালেদা জিয়া এক মাস আগে বলেছিলেন, জনগণের সমর্থন চেয়েছিলাম, তা পেয়েছি। শেখ হাসিনা বলেন,বিএনপি নেত্রী উনার গুহা থেকে বের হয়েছেন। উনি আসলে ভেবেছিলেন উনার অফিসে বসে আওয়ামী লীগকে পরাজিত করে ফুলের মালা গলায় দিয়ে বের হবেন।
খালেদা জিয়ার দেশের স্বার্থবিরোধী তৎপরতা রুখে দিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সক্রিয় থাকতেও আহ্বান জানান দলীয় সভানেত্রী শেখ হাসিনা।এই বিজয় জনগণের, এই বিজয় ধরে রাখতে হবে। আর কেউ যেন উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সদা-সর্বদা তা মোকাবেলা করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজেকে ৯২ দিন বন্দি রাখার পর অবশেষে গুহা থেকে বের হয়ে বাসায় ফিরলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিএনপি-জামায়াতের ডাকা ৯২ দিন হরতাল-অবরোধের বিরুদ্ধে জনগণের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করায় ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিকেলে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সরকার উৎখাতের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিনব কৌশল নিয়ে কার্যালয়ে নিজেকে ৯২ দিন বন্দি করে রেখেছিলেন। কিন্তু কিছু করতে না পেরে অবশেষে তিনি বাসায় ফিরলেন। তিনি বলেন, খালেদা জিয়া সরকার উৎখাত না করে ঘরে ফিরবেন না বলে বলেছিলেন। তিনি ভেবেছিলেন সরকার উৎখাত করে ফুলের মালা গলায় দিয়ে ঘরে ফিরবেন। কিন্তু সেটা তার ভাগ্যে হলো না। তবে বাসায় ফিরলেন পরাজিত হয়ে। তাকে কোর্টে হাজির হতে হয়েছে। তিনি এখন গুহা থেকে বের হয়ে এসেছেন।তিনি বলেন, তিনি বিজয়ী বেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু তাকে ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরতে হয়েছে। আর খালেদা জিয়ার সঙ্গে এ বিজয় হয়েছে দেশের জনগণের।
প্রধানমন্ত্রী বলেন, ‘তনি (খালেদা) ভেবেছিলেন সরকার উৎখাত করে ফুলের মালা গলায় দিয়ে ঘরে ফিরবেন। কিন্তু তিনি পরাজিত হয়েছেন। তাকে কোর্টে হাজির হতে হয়েছে।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া নিজেকে ৯২ দিন বন্দি রাখার পর অবশেষে গুহা থেকে বের হয়ে বাসায় ফিরলেন। কিন্তু সরকার উৎখাতের ভাগ্য তার হলো না।তিনি বলেন, ‘তিনি বিজয়ী বেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু তাকে ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরতে হয়েছে। আর বিজয় হয়েছে দেশের জনগণের।প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের ডাকা ৯২ দিন হরতাল-অবরোধের বিরুদ্ধে জনগণের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম কারায় ধন্যবাদ জানাতে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিকেলে গণভবনে ডাকেন।