দৈনিকবার্তা-লালমনিরহাট, ৭ এপ্রিল: রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহা সড়কের লালমনিরহাট সদর উপজেলার সেলিমনগর এলাকায় মঙ্গলবার দুপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন মহিলাসহ ৫ নিহত হয়েছে। আহত হয়েছেন ২০ জন যাত্রী। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি তরা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই আর অপর দুইজন হাসপাতাল নেয়ার পথে মারা যায় বলে পুলিশ সুত্র নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, লালমনিরহাট সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামের ফারুত হোসেন (৫০), তার মা জোবেদা বেওয়া (৭০), তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৪), ছোট ভাই পারু ইসলাম (৩৬) ও মেয়ে লামিয়া খাতুন (১৮)।
পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে রংপুরগামী অপরদিকে রংপুর থেকে কুড়িগ্রামগামী দুটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা আত্মীয়র বাড়ী কুড়িগ্রাম থেকে বাসে চড়ে নিজ বাড়ী লালমনিরহাটে ফিরছিলেন।লালমনিরহাট সদর থানার ও সি মাহফুজুর রহমান এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে সড়কটি যানবাহন চলাচলের জন্য স্বাভাবিক রাখা হয়েছে। পাশাপাশি আহতদের সু চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।