দৈনিকবার্তা-ঢাকা, ৭ এপ্রিল: ঢাকা মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্রের বৈধতা চেয়ে আনা রিট পিটিশন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে।আগামী বৃহস্পতিবার ৯ এপ্রিল আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে বিষয়টির ওপর শুনানি অনুষ্টিত হবে।মঙ্গলবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য দিন ধার্য করে আদেশ দেন। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিটটি খারিজ করে আদেশ দেয়। ফলে অবৈধই রয়ে গেল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচনের জন্য নেয়া তার মনোনয়নপত্র।
মিন্টুর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।রিট খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজ আপিল দায়ের করা হয়। এর আগে মিন্টুর পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন গত রোববার রিট পিটিশনটি দাখিল করেছিলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্থানীয় সরকার সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার ও ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তাকে এতে রিটে রেসপনডেন্ট করা হয়।
আগামী ২৮এপ্রিল অনুষ্টিতব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন বিএনপি সমর্থিত আব্দুল আউয়াল মিন্টু। কিন্তু তার মনোয়নপত্রে সমর্থক হিসেবে স্বাক্ষরকারী আব্দুর রাজ্জাক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভোটার না হওয়ায় প্রার্থিতায় তার মনোনয়নপত্র বাতিল করে দেয় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। পরে এ বিষয়ে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর আপিল করলে কমিশনার মো: জিল্লার রহমানও তা বাতিল করে দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়।