দৈনিকবার্তা-ময়মনসিংহ, ৭ এপ্রিল: ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হকের বিরুদ্ধে অবৈধভাবে কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ নারী কেলেঙ্কারীর অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটি সোমবার বিকেলে তাদের প্রতিবেদন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে জমা দিয়েছেন।
বিতর্কিত ৩০৭ কর্মচারী নিয়োগসহ ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া হলের তৃতীয় শ্রেণীর এক নারী কর্মচারির সঙ্গে ভিসির গোপন কথোপকথনের কয়েকটি অডিও ফাঁস নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিসির পদত্যাগ দাবি করে আন্দোলন চালিয়ে আসছিলেন। গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’র নেতারা সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জানিয়ে তার অপসারণ দাবি করেন। শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি সদস্য ড. মোহাম্মদ মোহাব্বত খানকে প্রধান করে কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেয়।শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপাচার্যের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রতিবেদনে অবৈধ নিয়োগ বাতির্লেও সুপারিশ করা হয়েছে।